শবে মেরাজ দ্বারা কী প্রমাণ হয় যে, আল্লাহ উপরে আছেন ?
শবে মেরাজ দ্বারা কী প্রমাণ হয় যে, আল্লাহ উপরে আছেন ?
আল্লাহ তালা যেমন রাসুল ( সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) কে মেরাজের রাতে সাক্ষাতের জন্য উর্ধ আকাশে আমন্ত্রণ জানিয়েছেন । ঠিক তেমনি আল্লাহ তালা হজরত মুসা ( আলাইহিস সালাম ) এর সাথে সাক্ষাতের জন্য তাকে “তুওয়া” নামক পবিত্র উপত্যকায় আমন্ত্রণ জানিয়েছিলেন ।
এখন বর্তমান সালাফিরা যদি মেরাজ দ্বারা আল্লাহর জন্য স্থান সাব্যস্তের দলিল দেয় , অর্থাৎ আল্লাহ উপরে আছেন । তাহলে তাদের এটাও বলতে হবে , মেরাজের ঘটনার পূর্বে আল্লাহ “তুওয়া” নামক পবিত্র উপত্যকায় ছিলেন । কেননা আল্লাহ হজরত মুসা ( আলাইহিস সালাম )কে “তুওয়া" উপত্যকায় ডেকেছিলেন ।
আসলে আল্লাহ স্থান , কাল ও দিক থেকে চিরপবিত্র । এটাই আহলে সুন্নাত ও জামাতের আকিদা । কিন্তু মানুষ স্থানের মুখাপেক্ষী এবং নবীরা মানুষ ছিলেন , তাই অবস্থানের জন্য তারা যায়গার মুখাপেক্ষী ছিলেন । এবং আল্লাহ একেক নবীর সাথে সাক্ষাতের জন্য একেক জায়গা নির্বাচন করেছেন । সুতরাং কোন একজন নবীর সাথে সাক্ষাতের জায়গাকে আল্লাহর জায়গা সাব্যস্ত করা হল গোমরাহি ।
ইমাম রাজী এবং ইমাম ইবনে হাজার রঃ এর ভাষ্যমতে আল্লাহর জন্য "উপরের দিক" সাব্যস্ত করা হল গোমরাহ হাশাঈ মুশাব্বিহারা, মুজাসসিমাদের আকিদা । এবং হানাফি মাজহাবের ফতুয়া অনুযায়ী আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করা কুফুরি ।
গোমরাহ হাশাঈদের অনুসারী বর্তমান সালাফিদের গোমরাহি আকিদা থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান ।
বেলাল বিন আলী


জাযাকাল্লাহ খায়ের।।
ReplyDeleteকিন্তু আপনার কথার সাথে দালিলিক প্রমাণ যোগ করলে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।।
জাযাকাল্লাহ খায়ের।।
ReplyDeleteকিন্তু আপনার কথার সাথে দালিলিক প্রমাণ যোগ করলে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।।
Hi
ReplyDelete