Header Ads

Header ADS

ইমাম আবু হানিফা রঃ এর কথাকে সালাফিদের বিকৃতি


ইমাম আবু হানিফা রঃ এর কথাকে সালাফিদের বিকৃতি 

ইমাম আবু হানিফা বলেন “যে ব্যক্তি বলবে, আমি জানি না, আমার রব আসমানে না জমিনে, সে কাফের । অনুরূপ ( সেও কাফের) যে বলবে, তিনি আরশে আছেন, এবং আমি জানি না, আরশ আসমানে না জমিনে । 

উক্ত কথা দ্বারা কেউ কেউ বুঝাতে চান, ইমাম আবু হানিফা বিশ্বাস করতেন যে, আল্লাহ আরশে আছেন। ( নাউজুবিল্লাহ ) বরং উক্ত কথা দ্বারা ইমাম আবু হানিফার উদ্দেশ্য ছিল “আল্লাহর সাথে কোন জায়গাকে সম্পৃক্ত করা যাবে না”। 
ইমাম আবুল লাইছ আস - সামারকান্দি বলেন ইমাম আবু হানিফার উক্ত কথার উদ্দেশ্য হচ্ছে “যদি কেউ আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারণ করে, তাহলে সে মুশিরক” । ( আল-আলিম ওয়াল মুতাআল্লিম ৯৪) 
ইমাম আবু হানিফাকে তার উক্ত কথা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এমন কথার দ্বারা আল্লাহর জন্য একটা জায়গা নির্ধারণ করা হয় । আর কেউ যদি এই ধারনা রাখে যে, “আল্লাহর জন্য কোন জায়গা আছে, তাহলে সে আল্লাহকে উপমা দিয়ে দিল”। ( দাফউ শুবাহি মান তাশাব্বাহা ২৯৮)

উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যেতে পারে, যেমন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো তোমার ভাই কোথায় ? আপনি বললেন আমি জানি না, “সে এখন ঢাকাতে না গ্রামের বাড়ীতে”। এ কথার মাধ্যমে আপনি তার জন্য দুটি জায়গার যে কোন একটিতে থাকার নিশ্চয়তা দিচ্ছেন। কিন্তু উক্ত কথা দ্বারা নির্দিষ্ট কোন জায়গা পাগলেও বুঝবে না । আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা হল “কোন জায়গা আল্লাহকে বেষ্টন করতে পারে না” ( আকিদাতুত তাহাবি ১১ – ফাতহুল বারী ৩/৩৫) ।
পূর্ববর্তী গোমরাহ মুজাসসিমা হাশাঈদের অনুসারী বর্তমান সালাফি বা আহলে হাদিসদের বিভিন্ন আকিদার কিতাবে ইমাম আবু হানিফা রঃ এর উক্ত কথা তার আল-ফিকহুল আকবারে আছে বলে উল্লেখ পাওয়া যায় । যা সম্পূর্ণ মিথ্যা এবং তাদের অজ্ঞতা । বাংলা আল-ফিকহুল আকবার পড়ার কারনে বুঝতেই পারেনি, কোনটা মূল আল-ফিকহুল আকবারের কথা । আর কোনটা অনুবাদকের কথা । আল্লাহ্‌ ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে ক্ষমা করুন. তিনি আল-ফিকহুল আকবার কিতাবটির বাংলা তরজমাতে ইলমি অনেক খেয়ানত করেছেন । বলা যায় তিনিঃ আল - ফিকহুল আকবারের তরজমাতে পূর্ববর্তী গোমরাহ মুজাসসিমা - হাশাঈদের আকিদাকে সালাফদের আকিদা নামে তুলে ধরেছেন । আল্লাহ্‌ আমাদের এমন ইলমি খেয়ানত থেকে হেফাজত করুন । আমীন ।

বেলাল বিন আলী  

1 comment:

  1. ড. খন্দকার অাব্দুল্লাহ জাহাঙ্গীর সা্যার কি হানাফি ছিলেন নাহ?
    তার লেখা বই কি পড়া যাবে?

    ReplyDelete

Powered by Blogger.