কোরআনের অপব্যাখ্যা করলো বর্তমান সালাফিরা
কোরআনের অপব্যাখ্যা করলো বর্তমান সালাফিরা
আল্লাহ্ কোরআনে বলেনঃ وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ সূরা আল আনআমঃ ১৮
উল্লেখিত আয়াত দ্বারা বর্তমান সালাফিরা দলিল দিতে চায় যে, আল্লাহ্ উপরে আছেন । অর্থাৎ তারা فَوْقَ এই জরফটিকে هُوَ এর সাথে “মুতাআল্লিক” মনে করেন । তখন অর্থ হয়ঃ তিনি মহাপরাক্রমশালী, এমন অবস্থায় যে, তিনি তার বান্দাদের উপরে আছেন ।
সঠিক হল فَوْقَ এই জরফটি الْقَاهِرُ এর সাথে মুতাআল্লিক । তখন অর্থ হবেঃ “তিনি তার বান্দাদের উপর মহাপরাক্রমশালী” । কেননা পরাক্রম সাব্যস্ত হয়, উচ্চ মর্যাদা , অধিক শক্তি ও ক্ষমতার মাধ্যমে । স্থানের উচ্চতার মধ্যমে নয় ।
ফেরআউনের ক্ষমতা সম্পর্কে বর্ণিত আয়াতই প্রমাণ করে তাদের এই ব্যাখ্যা ভুল । যেমন কোরআনে আছেঃ قَالَ سَنُقَتِّلُ أَبْنَاءَهُمْ وَنَسْتَحْيِي نِسَاءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَاهِرُونَ
ফেরআউন বললোঃ আমি তাদের সন্তানদের হত্যা করবো এবং তাদের নারীদেরকে জীবিত রেখে দাসী বানাবো । “আর আমি তাদের উপর পরাক্রমশালী” । সূরা আল আরাফঃ ১২৭
ফেরআউন বললোঃ আমি তাদের সন্তানদের হত্যা করবো এবং তাদের নারীদেরকে জীবিত রেখে দাসী বানাবো । “আর আমি তাদের উপর পরাক্রমশালী” । সূরা আল আরাফঃ ১২৭
এখানেও الْقَاهِرُ ও فَوْقَ শব্দদুটি ব্যবহার করা হয়েছে । সালাফিদের ব্যাখ্যা অনুযায়ী এখানে তরজমা হবেঃ ফেরআউন বললোঃ ...... নিশ্চয় আমি তাদের উপরে আছি , ( আমি ) পরাক্রমশালী । অথচ আয়াতটির বাস্তব ভিত্তিক তরজমা হলঃ ....“আমি তাদের উপর পরাক্রমশালী” কেননা ফেরআউন জমিন থেকে তার প্রভাব বিস্তার করেছে , আসমান থেকে নয় এবং فَوْقَ শব্দটি الْقَاهِرُ এর সাথে মুতাআল্লিক হওয়াই সঠিক ও বাস্তব ভিত্তিক ।
এ ভাবেই কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে পূর্ববর্তী গোমরাহ মুশাব্বিহা হাশাঈরা আল্লাহ্র জন্য দিক ও স্থান সাব্যস্ত করতো । যার অনুসারীরা বর্তমানে নাম পরিবর্তন করে হয়েছে “সালাফি”। এবং সেই গোমরাহি আকিদার শুরুতে লাগিয়ে দিয়েছে “সহি” ।
তবে একটি মজার বিষয় হলঃ এমন অনেক সহি আকিদার প্রাণী পাওয়া যাবে , যারা “মুতাআল্লিক, ও জরফ” শব্দদুটি বুঝার যোগ্যতা রাখে না । তবে তারা কোরআন ও হাদিস দ্বারা বুঝে নিয়েছে যে, আল্লাহ্ আরশে অবস্থান করছেন । এবং তারা অন্ধ মুকাল্লীদ না ।
হাশাঈদের ( সালাফিদের ) গোমরাহি আকিদা থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান ।
جزاك الله خيرا


No comments