আরিফ আজাদ এবং তার বই নিয়ে কিছু কথা
আরিফ আজাদ এবং তার বই নিয়ে কিছু কথা
অনেকে আরিফ আজাদ ভাইয়ের বই পড়ছেন নিজেদের থেকে সন্দেহ দূর করতে কিন্তু কোরআন ও হাদিস এবং সালাফদের আকিদা ও মানহাজ সম্পর্কে যারা কিছুটা জ্ঞান রাখেন তারা নিজেরাই তার বই পড়ার পর সন্দেহে পড়ে যাচ্ছেন, আসলেই কী কোরআন ও হাদিস বা সাহাবারা এমন কথা বলেছেন ?
গত বছরের আরিফ আজাদ ভাইয়ের বই আরজ আলী সমীপে বইটা পড়া এবং তারপর আরিফ আজাদ ভাইয়ের সাথে কথা বলে, আমার যেটা মনে হয়েছে যে, তিনি আকিদাগত ভাবে সালাফি এবং মাসালাতে বর্তমান আহলে হাদিসের অনুসারী সুতরাং "মুসলিম উম্মার" জন্য এই দুই দলের লেখকদের বইয়ে কোন ফায়দা আছে বলে আমার মনে হয় না ।
এখন কেউ বলতে পারেন তার বইয়ের মাঝে তো নাস্তিকদের বিভিন্ন আপত্তির জবাব আছে ?
নাস্তিকদের আপত্তির জবাব দেওয়া একটি উত্তম এবং প্রশংসার কাজ । তবে এই কাজের জন্য যতটুকু যোগ্যতার প্রয়োজন ততটুকু আরিফ আজাদ ভাইয়ের আছে বলে আমার মনে হয় না । এবং এটা নিছক আমার ধারণা নয় । তার সাথে আমার কথা বলার পরই এটা মনে হয়েছে । যেমন আমি তার সাথে তার লিখিত বই আরজ আলী সমীপে নিয়ে আলোচনা করি । কেননা বইটার বহু জায়গাতে তিনি নাস্তিকের কথা খণ্ডন করতে গিয়ে ইসলামের মৌলিক আকিদার পরিবর্তে ভুল আকিদা ঢুকিয়ে দিয়েছেন । আলোচনার এক পর্যায়ে তিনি আমাকে বলেছিলেন যে, বইটির শরঈ সম্পাদকের সাথে আমাকে কথা বলিয়ে দিবেন এবং আমি তার থেকে বিষয়গুলো বুঝে নিতে । এটা থেকেই বুঝা যায় আপত্তিগুলোর জবাবের কতটুকু যোগ্যতা তিনি রাখেন এবং প্রায় বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনো আলোচনা করিয়ে দেননি ।
নাস্তিকদের আপত্তির জবাব দেওয়া একটি উত্তম এবং প্রশংসার কাজ । তবে এই কাজের জন্য যতটুকু যোগ্যতার প্রয়োজন ততটুকু আরিফ আজাদ ভাইয়ের আছে বলে আমার মনে হয় না । এবং এটা নিছক আমার ধারণা নয় । তার সাথে আমার কথা বলার পরই এটা মনে হয়েছে । যেমন আমি তার সাথে তার লিখিত বই আরজ আলী সমীপে নিয়ে আলোচনা করি । কেননা বইটার বহু জায়গাতে তিনি নাস্তিকের কথা খণ্ডন করতে গিয়ে ইসলামের মৌলিক আকিদার পরিবর্তে ভুল আকিদা ঢুকিয়ে দিয়েছেন । আলোচনার এক পর্যায়ে তিনি আমাকে বলেছিলেন যে, বইটির শরঈ সম্পাদকের সাথে আমাকে কথা বলিয়ে দিবেন এবং আমি তার থেকে বিষয়গুলো বুঝে নিতে । এটা থেকেই বুঝা যায় আপত্তিগুলোর জবাবের কতটুকু যোগ্যতা তিনি রাখেন এবং প্রায় বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনো আলোচনা করিয়ে দেননি ।
গতবছর জেনারেল লাইনের একজন ভাই আমাকে বলেঃ আপনি আরিফ আজাদের বইয়ের ভুল ধরছেন ?
আমি তাকে বললামঃ ভাইঃ আরিফ আজাদ ভাইয়ের বই পড়ে আমার যেটা মনে হয়েছে, তার বইয়ের মাঝে বিভিন্ন বিষয়ের আলোচনা থাকে, যেমন বিজ্ঞান , তাফসির, হাদিস ও তার ব্যাখ্যা , আকিদা , মাসালা । আমি আরিফ আজাদ ভাইয়ের যেই ভুলতা ধরেছি, এটা হল একটি হাদিসের ব্যাখ্যা এবং তা আকিদার সাথে সম্পৃক্ত ? এবার আপনি আমাকে বলুনঃ এই বিষয়ে আরিফ আজাদ ভাই কিছু বলার বা লেখার কতটুকু যোগ্যতা রাখেন ? তিনি ভদ্র ছিলেন তাই কথা আর সামনে বাড়াননি ।
আমি তাকে বললামঃ ভাইঃ আরিফ আজাদ ভাইয়ের বই পড়ে আমার যেটা মনে হয়েছে, তার বইয়ের মাঝে বিভিন্ন বিষয়ের আলোচনা থাকে, যেমন বিজ্ঞান , তাফসির, হাদিস ও তার ব্যাখ্যা , আকিদা , মাসালা । আমি আরিফ আজাদ ভাইয়ের যেই ভুলতা ধরেছি, এটা হল একটি হাদিসের ব্যাখ্যা এবং তা আকিদার সাথে সম্পৃক্ত ? এবার আপনি আমাকে বলুনঃ এই বিষয়ে আরিফ আজাদ ভাই কিছু বলার বা লেখার কতটুকু যোগ্যতা রাখেন ? তিনি ভদ্র ছিলেন তাই কথা আর সামনে বাড়াননি ।
বই পড়তে সমস্যা নেই, পড়া ভালো, তবে আরিফ আজাদ ভাইয়ের বই থেকে বিজ্ঞান বিষয়ের আলোচনা নেওয়া যেতে পারে, জেহুতু তিনি নিজেকে বিজ্ঞানের একজন ছাত্র বলে দাবি করেন । তবে কেউ যদি কোন আয়াতের তাফসীর, বা কোন হাদিসের ব্যাখ্যা, অথবা কোন আকিদা বা কোন মাসালা তার বই থেকে নেন , তাহলে এটা চরম ভুল । কেননা আমি মনে করি এ সকল বিষয়ে তাহকিক করে কিছু বলার যোগ্যতা তার নেই এবং তিনি রাখেনও না । সুতরাং এই সমস্ত বিষয় এমন ব্যক্তিদের কিতাব বা এমন ব্যক্তিদের থেকে নেওয়া উচিৎ , যারা এই বিষয়ের তাহকিক করে কিছু বলার যোগ্যতা রাখেন ।
বেলাল বিন আলী

Assalamu Alaikum. Hazrat Apner kotha gulo valo lagsey. Apnder akida shomporkey jodi janaten,taholey upokrito hotam....Jazakallah
ReplyDeleteহুজুর একটা সমস্যায় আছি
ReplyDeleteএকটু যদি জবাব দিতেন